ডিজিটাল কনটেন্টের এই যুগে ভিডিও বানানো যতটা সহজ। তার চেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে উপযুক্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক খোঁজা। কারণ ইন্টারনেট থেকে যেকোনো গান ডাউনলোড করে ব্যবহার করলেই তা কপিরাইট লঙ্ঘনের আওতায় পড়ে। ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে এমন সংগীত ব্যবহার করলে ভিডিও demonetize হতে পারে।